...

8 views

কাঠবেড়ালি
বিস্তারিত আলো শিশিরের শান্ত নূপুরের মতো
যখন উথলে ওঠে শীতল অশথে,
পাঁচিলের পাশে আচ্ছাদিত বটের ফলের কোণে,
বাতাবির ত্বকে তখন ফাগুনের প্রজাপতি আসে ;
পৃথিবীর ছায়া গেছো মগডাল হতে
রোমশ হাতের আদুরে তালুদুটিতে –
একটি বাদাম, আখরোট লয়ে আনে।

চোখ যার আতাটির বীজ, ঘন বদ্বীপের মত,
ছাইরঙা আঁধারের পর সামান্য এক দেহে
প্রভাতপ্রলেপে প্রোজ্জ্বল যার গ্র্যান্ড...