...

1 views

#অসীম অনন্ত

পাহাড় বলে আমার থেকে বড় কে আর আছে
নদী বলে থামো তুমি তোমার থেকে আমি বড়
জানো না তুমি!!তুমি থাকো একটি জায়গায়
আর আমি চলি কত না দেশ - বিদেশ।
কথা শুনে সমুদ্র বলে পাহাড় নয় নদীও নয়
আমি তোমাদের থেকে অনেক বড়।
গভীরতা অনেক বেশি পাহাড়-নদী সব আমায় ছুঁয়ে থাকে।
সব শুনে, আকাশ হেসে বলে কিসের এত দর কষা।
তোমাদের থেকে অনেক বড় আছে এমন কেউ
তুচ্ছ ভাবে জানতে চায় সমুদ্র -নদী-পাহাড়
উড়ন্ত পাখিদের জানতে চায় আকাশ
পাহাড় -নদী -সমুদ্র এদের মধ‍্যে কে বড়
শুনে পাখির দল বলে এ তো তুমিও জানো আকাশ
তবে কেন এমন প্রশ্ন আমাদের করো
উত্তর জানতে চায় তিন জনে এক সাথে
সবার থেকে আকাশ বড় তার চেয়ে নয় কেহ
নেই যার শুরু, নেই কোন অনন্ত।।।

স্বত্ব সংরক্ষিত:- জয়শ্রী অধিকারী
৩০শে বৈশাখ ১৪২৮
© জয়শ্রী অধিকারী