সপ্নচারিনী
সে কোন সপ্নচারিনী আমায় হাশায় আবার নিরবে কাদায়,
নিরবে কেদে নিরবতার মাঝে বিসন্নতা কে ছেয়ে যায় ভালবাসায়,
তার কথা মনে এলে সব কিছু রং এ রঙিন মনে হয়,
তার দেখা না পেলে শুধু সুন্ন মনে হয় দিন কে আধার লাগে তারে ছারা,
তারে দেখে তারে ছুয়ে মনে সপ্ন বুনে যায়,
একাকি নিঝুম রাত এ কোন নিরজন সমুদ্র পারে তার হাত ধরে হেটে যায়,
মন তারে খুজে ফেরে এই বিসন্ন বেলায়,
য়েথায় সময় থমকে আছে তার ইশারায়,
মনের কানভাস...
নিরবে কেদে নিরবতার মাঝে বিসন্নতা কে ছেয়ে যায় ভালবাসায়,
তার কথা মনে এলে সব কিছু রং এ রঙিন মনে হয়,
তার দেখা না পেলে শুধু সুন্ন মনে হয় দিন কে আধার লাগে তারে ছারা,
তারে দেখে তারে ছুয়ে মনে সপ্ন বুনে যায়,
একাকি নিঝুম রাত এ কোন নিরজন সমুদ্র পারে তার হাত ধরে হেটে যায়,
মন তারে খুজে ফেরে এই বিসন্ন বেলায়,
য়েথায় সময় থমকে আছে তার ইশারায়,
মনের কানভাস...