...

3 views

কালু
কুকুরটা শীর্ণকায় হয়ে যাচ্ছে দিন কে দিন
মালিকও যে খুব আকালে , মাপ করে খেতে হয়
খাবার নষ্ট করার কার আর ইচ্ছে করে ।
এই কুকুরটা নতুন ! উড়ে এসে জুড়ে বসেছে ; তাই এর অত যত্ন নেই
যখন কোনো আত্মীয় আসে , নষ্ট করে খাবার
তখন জোটে কয়েকটুকরো মাছের কাঁটা মাংসের হাড়
আগের কুকুরটার খুব নাম হয় , মারা গেছে বলে
কী যেন নাম দিয়েছিল - কালু !
সেই থেকে কুকুর বাড়িতে রাখেনি আর
কিন্তু কী ইচ্ছে হলো এই বার
একটা কুকুরকে বাড়িতে নিয়ে এসেছে ।
হয়তো তার মধ্যে কালুর ছায়া দেখতে পেয়েছে ।
© Adhir Mahato ( Rahul Starrs )