...

1 views

আলো পথ ধরে
আলো পথ ধরে
শ্রী রাজু গরাই ১৮ই আগষ্ট ২০২৪

নীরবতা, নীরবতা আজন্ম অশ্রুজলে
ভুলিনি, ভুলেছি কর্মপথ কর্মেরই ছলে
সহেছি তিক্ত অভিজ্ঞতা
তাইতো, অবুঝ থেকেই টের পেয়েছি বাস্তব নীরবতা।

আর নয় নীরবতা! ... ... ..
শাসকের চোখরাঙানি, নগ্ন বর্বরতা।

দগদগে ক্ষতের আগুনে জ্বলছে চারিদিক
মহানগর ফুঁসছে ক্ষোভে, জোয়ার দিকবিদিক।
ঐ আসছে হৈ হৈ রৈ রৈ, মানছি না মানবো না.. ... .
এক ফোঁটা থাকতে রক্ত কোনো হিসাব ছাড়বো না
এ নেতাজী ক্ষুদিরাম বিদ্যাসাগর বিবেকানন্দ-এর দেশ
তারপরেও কিসের অহংকার কিসের এত স্পর্ধা ?
তবে কি "স্বাধীনতা" মানে...