...

1 views

পৃথিবীর সাত আশ্চর্য
---পৃথিবীর সাত আশ্চর্য---
কলমে-রশ্মিতা দাস

আকাশ চুমে তোলে হিল্লোল
অক্ষি-হৃদয়ধামে,
পিরামিডের শিখর বন্দী
অতলস্পর্শী খামে।

ব্যাবিলনের সবুজ স্বর্গে
দোদুল্যমান হিয়া,
ভাস্কর্যের অরূপ চেতন
পায় জীবন্ত কায়া।

চাঁদের মাটি রয় নির্বাক
চীনের প্রাচীর বলে,
ইতিহাসের দৃপ্তকথন
শিরার স্রোতে জ্বলে...

কোরকোভাডো শব্দ পেল...