...

7 views

বদলে যাওয়া মানুষগুলো


যতদিন বাঁচি ততদিন শিখি সবকিছুরই তো পরিবর্তন দেখি,
সময়ের সাথে সাথে পরিবর্তন হয় দিনে রাতে, প্রকৃতি ও মানুষ।
আজকে যারে ভাবি বড়ই আপন কাল সে তোমার কেড়ে নেবে ধন,
হিংসার বশে মহা আক্রোশে, বিলুপ্ত হবে তার মান ও হুঁশ।।

স্বার্থ মানুষকে খুব নিচে নামায় কার সাধ্যি এসে এ পাপিষ্ঠকে থামায়,
ধন সম্পদ ও ক্ষমতার আতিশয্যে, নিজে ধরাকে জ্ঞান করে সরা।
সময় কাউকে দেয় না ছেড়ে একদিন তার অহংকার চূর্ণ করে,
শেষ সময়ে চরম ভয়ে ভয়ে, নিজের কাছে নিজেকে দেয় ধরা।।

অতিরিক্ত চাহিদাই পতন আনে অজ্ঞান অন্তর কার কথা শুনে,
ভালো মানুষকেও বদলাতে দেখি লোভ লালসার খপ্পরে পড়ে।
বদলে যাওয়া মানুষগুলো ভাবে না আগে কোথায় ছিলো,
পিপীলিকার ন্যায় পাখা গজিয়ে সংসার অনলে একদিন পুড়ে মরে।।