...

3 views

Sotti Kore | সত্যি করে
সত্যি করে


সত্যি করে বলো না গো কোনটা আমার আসল মা
এদের মধ্যে কনতাওকেও সত্যি আমি চিনি না
বাড়িটা ভরাট করে , ফিরেছি ঘরে ঘরে
চারিদিকে ডেকচি শুধু নকল মা কি আসল মা ?!?!

[মিউজিক]

সত্যি করে বলো না গো কোনটা আমার রিয়াল মা
চাই না  আমার দশটি দশ -মূর্তি নকল মা
আমার এনে দাও সত্যিকার রিয়াল মা

[মিউজিক]

কোনো কোনো মাটা ট্যারা
চোখ গুলো ঢ্যারা ঢ্যারা
কেউ আবার মেক-আপ করে
নিজেকে বলে বিশ্বসেরা !!?!
সত্যি বলছি ক্যামেরাতে তাদের রিয়াল ছবি ওঠেনা।  [ এডিট করে😅😂]

সত্যি করে বলো না গো কোনটা আমার আসল মা
নইলে এটা বলো আদৌ এখানে মা আছে কিনা ?

[মিউজিক]

জীবন্ত ডাইনি ! রাতদিন খায়
সৎ ছেলেকে আদপেটা খাইয়ে রেখে দেয় !!

[মিউজিক]

সত্যি করে ওরা এক একটা যে খেক্সিয়াল
রোজ রোজ শুধু দেয় ভাত আর পাতলা ডাল
এর মধ্যে ভাত টা পুরো রেশনের চাল
সত্যি করে বলো না গো  কীকরে বানাই ডাল
নিজে-গড়ে খেতে হবে , ভাগ্য যে পড়া কপাল !!

[মিউজিক]


সত্যি করে বলো না গো কোনটা আমার আসল মা
চাই না আমার এরকম দশটি দশ -মূর্তি অল-রাউন্ডের মা ।


- সাহিত্য মুখার্জী

গানটা লেখা হয়েছে সেই অসহায় বাচ্চাগুলির জন্যে যারা নিজেদের মাকে হারিয়েছে খুবই অল্প বয়েসে ।
তারা হয় সেই অত্যাচারী সৎ মাদের হাতে পড়েছে নয়তো তাদেরকে কষ্ট করে নিয়েদের জিনিস নিজেদের করতে হচ্ছে । খুব দুঃখিত তাদের জন্য।
এটির সঙ্গে আমার জীবনের বাস্তব কোনো মিল নেই । আমার মা বেছে আছে সুস্থ আছে এবং চিরামোর হয়ে থাকবে
ধন্যবাদ ।

© Sahitya Mukherjee......✒️