...

7 views

আগের কথা এখন
তুমি আমার প্রথম খেলাঘর,
প্রথম কুড়িয়ে পাওয়া ঝিনাই।
খাকদৈয়ের তীরে-
শালুক কুড়ানোর বেলা,
তুমি আমার প্রথম
লুকোচুরি খেলা।

আগে বলিনি,
আজ কেন বলি জানো ?
আমার প্রেম যেন হয়
সোনার চেয়ে খাঁটি,
স্বর্গ থেকে আসা-
নিস্পাপ ভালো বাসা,
মনের আঙিনার ছবি
তুই হবি-
নির্মল পরিপাটি।


আমার চাঁপা বনে
প্রথম চাঁপার কলি!
ভয় হয়েছিল বড়-
হয়তো শুকিয়ে যাবে
যদি মনের কথাটি
খুলেই বলে ফেলি।


আজ আর আমার
ভয় নেই কিছু হারাবার
তুমি এখন হারিয়ে গেছ
তোমার মতো করে,
আমি তোমায় পেয়ে গেছি
আমার মতো করে
গড়ে চিরতরে।
© Akbar husen2