...

1 views

ব্যর্থ মানুষ
আমারও একজন মানুষ ছিল। প্রথমে তার প্রতি আমার ভালোবাসাটা ঠিক ছিল না। সে ছিল আমার কাছে একজন কথা বলার মানুষ মাত্র। তবুও ভালোবাসি বলেছিল। সাথে ছিল কয়েক বছর, সম্পর্কের গভীরতা বেড়ে, বেশ চলছিল জীবন। সারা জীবন সাথে থাকার প্রতিশ্রুতি, কত কথা দেওয়া- নেওয়া। রাত জেগে কথা বলা, হাত ধরে পথ চলা, পাশে বসে সময় কাটানো, দুজন দুজনের খেয়াল রাখা, সুন্দর মুহূর্তও ছিল। আবার তুমুল ঝগড়ার পর ভুল বোঝা বুঝি যত্ন করে মিটিয়ে নেওয়া তারপর আবার একে অপরকে জড়িয়ে ধরে তৃপ্তি পাওয়া সবই ছিল। আমিও তার কাছে শান্তি খুঁজে পেতাম।

ধীরে আমার ভালোবাসা তীব্র হতে থাকে। মাঝে মাঝে ভুল ত্রুটিও অদেখা করতাম। অকারণে ঝগড়া করতে থাকে, ফোন করলে সে বিরক্ত বোধ করত। মেনে নেওয়া যায়না এমন কিছু তার আচরণ, ব্যবহারও মানিয়ে নিতে শুরু করি, এতোটাই ভালোবেসে ফেলেছিলাম তাকে। আমার প্রতি তার টান, ভালোবাসা কমে যাওয়াটা আমি অনুভব করতাম,...