...

3 views

বধুঁর রাগ
ও তুই জানিসরে বধু আমার রাগ করেছে
ঐ কাল হাঁঠে যাইনি বলে,
ঐ হাতের চুড়ি কানের দুল
আর যে কত আর পাঠের শাড়ি।
ওরে জানিসনি তুই বধু আমার রাগ করেছে
কাল মেলায় যাইনি বলে,
ঐ মুড়কি মিঠা খৈ কলা
কিছুই বুঝি আসল না ঘরে।
বধু রাগ করেছে আই নি ঘরে,
সংসার আমার অচল বঠে,
উনুন ও জ্বলে নি ভাত ও রাধেঁনি,
জলশূন্য কলসি আমার রয়েছে ঘরের কোণে।
ওরে আজ যাইনি ঘরের বাইরে
বধু আমার রাগ করেছে,
আসবে আবার কবে ফিরে
আমার ঐ কুড়েঁঘরে।



© Pk
জানি না সবার কাছে কেমন লাগল,,,
সম্পুর্ণ গ্রাম বাংলার ঐতিহ্য,,,,,,,,
পি,কে
আজ বড় অপ্রাপ্তি কাঁদে এর (অন্তভূক্ত)