সখী
---সখী---
কলমে-রশ্মিতা দাস
পুকুরের জল করে টলমল
মন করে আনচান,
আঁখি দিয়ে শুধু পরশিয়া তোরে
শুকায় আমার প্রাণ.
সুকোমল তোর চপলতা ভরা
নোলক-কাঁকন বাজে,
হৃদয়ে আমার, পরাণে আমার
প্রতিটি সকাল-সাঁঝে.
কত কথা ছিল...কত সুর ছিল
এক্কাদোক্কা খেলা,
আমে কাঁঠালেতে,জুৃঁই মালতিতে
পার হয়ে যেত বেলা.
তোর খোঁপা আমি সাজাতেম ফুলে
তুই মোর আঁখি কাজলে,
পিঠা পরবেতে ছিল উৎসব,
হাসি প্রাণ পেত বাদলে...
মান-অভিমানে তুই মোর সনে
ওষ্ঠ রাঙায়ে সারা
হতিস যখন,দুই হাতে তোর
অশ্রুর সে কিনারা
দিতেম যে ছুঁয়ে,...
কলমে-রশ্মিতা দাস
পুকুরের জল করে টলমল
মন করে আনচান,
আঁখি দিয়ে শুধু পরশিয়া তোরে
শুকায় আমার প্রাণ.
সুকোমল তোর চপলতা ভরা
নোলক-কাঁকন বাজে,
হৃদয়ে আমার, পরাণে আমার
প্রতিটি সকাল-সাঁঝে.
কত কথা ছিল...কত সুর ছিল
এক্কাদোক্কা খেলা,
আমে কাঁঠালেতে,জুৃঁই মালতিতে
পার হয়ে যেত বেলা.
তোর খোঁপা আমি সাজাতেম ফুলে
তুই মোর আঁখি কাজলে,
পিঠা পরবেতে ছিল উৎসব,
হাসি প্রাণ পেত বাদলে...
মান-অভিমানে তুই মোর সনে
ওষ্ঠ রাঙায়ে সারা
হতিস যখন,দুই হাতে তোর
অশ্রুর সে কিনারা
দিতেম যে ছুঁয়ে,...