...

12 views

এধারেতে থাকি একলা পড়ে-
জগৎ ডাকছে আমায়,
ওধারে চলো, ওধারে চলো।
তবু এধারেতে থাকি একলা পড়ে--
তোমার-ই রূপ দেখতে দেখতে।
তোমাতেই যে আমার মোহ,
তোমাতেই শেষ--
তুমি যে সাধনা,পরম বাসনা
বসে আছি দেখতে
তোমার-ই বিজয়।
শত ডাক হীন করে,
তোমার-ই লাগি--
দিন নেই, রাত নেই, নেই ক্ষণ
লিখছি তোমায়
হৃদয়ের মণিকোঠায়।
ওগো, তুমি তো মায়াবী,অপ্সরা
তুমি যে আমারই কবিতা।
তোমার চরণ রচিতে
আজ আমি মোহিত,
আজ মোহিত, শুধু মোহিত
উপেক্ষা করি তাই,
ওধারে চলো, ওধারে চলো
শুধু এধারেতে থাকি
একলা পড়ে--