মেঘ বালিকা
এখন ঘড়ির কাঁটা সকাল নয়টা ছুঁই ছুঁই। প্রতিদিনের মতো আজও বাসে সিট না পেয়ে দাড়িয়ে আছি। বছর পাঁচ হল ঠিক এই সময় অফিস পৌঁছানোর তাড়ায় বাধ্য হয়েই এই বাসেই উঠে পড়ি। হয়তো জীবনটা একই রকম চলছে, প্রতিদিনের সেই একই ব্যস্ততা, তবে অনেক ব্যাতিক্রমও আছে জানো।
এখন যখন সিগারেট হাতে নিই, তোমার বিরক্তিকর মুখটা মনে পড়ে। তোমার ভয়ে কতবার হাত থেকে সিগারেট ফেলে দিয়েছি তার হিসেব মেলেনি। এখন আর বারণ করার কেউ নেই!
এখন অফিস যাওয়ার সময় কেউ ফোন করে বলে না...
এখন যখন সিগারেট হাতে নিই, তোমার বিরক্তিকর মুখটা মনে পড়ে। তোমার ভয়ে কতবার হাত থেকে সিগারেট ফেলে দিয়েছি তার হিসেব মেলেনি। এখন আর বারণ করার কেউ নেই!
এখন অফিস যাওয়ার সময় কেউ ফোন করে বলে না...