...

3 views

কি যে হবে?

অন্তরের বিভ্রান্তির বিন্দু

কথার প্রাঙ্গণে পড়লেই

বর্ষাতির আচ্ছাদনে

আমাকে জড়িয়ে দিয়ে

নিজেদের গা ঢাকা

বন্ধু, আপনজনেদের।

আবার যখন শুকনো

দেখে, তখন আমাকে

ঠাট্টা করে বলে "তোমার

কথায় লেখায় ঝড়ের

তেজ নেই কেন? পাথরের

গায়ে ঢেউয়ের আঘাত?"

ভেতরকার প্লাবন আমার,

আমার ভেতরেই থাকুক্ ।

শেষ আগুনকে নেভালেই

হতচ্ছাড়া অসঙ্গতির ছাইকে

নদীর জলে মেলাতে পারব।




© Sanjib Basu