...

3 views

কবিতা-মহানদী ❤️
মহম্মদ বিন তুঘলক নামক এক চরিত্র-
ছত্রাকের মতো বাসা বেঁধেছে আমার জীবনীতে।
জরুলের কালো মতিঝিলে চাঁদের সর-
ঢেকে দিচ্ছে ফেলে আসা সমস্ত ইতিহাস।
বুকের দাবানল;
মস্তিষ্কের সুনামি;
আঁকছে শুধু কাল্পনিক।
আলপিনে ফোটা নীলের জমি-
ভরে যাচ্ছে পরমান্নে।
হৃদ্ পিণ্ডে ওঠা পক্স-
ধুয়ে যাচ্ছে জলপ্রপাতে।
আমার নাভির ওপর স্বপ্নের কারিপাতা।
এত পুদিনার সৌরভ আমার আয়ুরেখার দৈর্ঘ্য বাড়িয়ে দিচ্ছে।



© সাহিত্যের নায়াগ্রা❤️