সুপ্তি
চেনা চক্রান্তে চক্রাকারে ক্রমশ জড়িত হচ্ছে প্রাণ,
প্রেম যেথা বাসা বাঁধে, বুদ্ধি সেথা ধীর চলমান;
অস্তিত্ব লোপাট করে নিয়ে যায় বিকৃত পরিকল্পনা,
বিষাক্ত যখন প্রজাপতির ডানা, কষ্ট তো অল্প না ।।
শিবালিক পর্বতে পলাতক হয় সুখী সব গল্প-গান,
শ্বাসকষ্টের জেরে যন্ত্রণারত বুকে লুকানো অভিমান,
হারিয়ে গেল ভাষা-আশা-ভালোবাসা...
প্রেম যেথা বাসা বাঁধে, বুদ্ধি সেথা ধীর চলমান;
অস্তিত্ব লোপাট করে নিয়ে যায় বিকৃত পরিকল্পনা,
বিষাক্ত যখন প্রজাপতির ডানা, কষ্ট তো অল্প না ।।
শিবালিক পর্বতে পলাতক হয় সুখী সব গল্প-গান,
শ্বাসকষ্টের জেরে যন্ত্রণারত বুকে লুকানো অভিমান,
হারিয়ে গেল ভাষা-আশা-ভালোবাসা...