...

3 views

সুপ্তি
চেনা চক্রান্তে চক্রাকারে ক্রমশ জড়িত হচ্ছে প্রাণ,
প্রেম যেথা বাসা বাঁধে, বুদ্ধি সেথা ধীর চলমান;
অস্তিত্ব লোপাট করে নিয়ে যায় বিকৃত পরিকল্পনা,
বিষাক্ত যখন প্রজাপতির ডানা, কষ্ট তো অল্প না ।।

শিবালিক পর্বতে পলাতক হয় সুখী সব গল্প-গান,
শ্বাসকষ্টের জেরে যন্ত্রণারত বুকে লুকানো অভিমান,
হারিয়ে গেল ভাষা-আশা-ভালোবাসা এবং শান্তি-সুখ
প্রণয়ে আক্রান্ত আত্মায়, ছুঁচের সেলাই বাঁধা মুখ.....

আনকোরা দেহে দাগ টানে অবিশ্বস্ত কালো রঙ ম্লান,
আপনার কাছে আপন সত্য লুকাতে গুজব নির্মাণ;
তীব্র বেগে একরাতে ধাক্কা দেয় অন্তরের ভয়..
যদি কোনো মর্যাদাই না থাকে, তবে আর কি পরিচয়?

অন্তঃ রক্তপাতের ক্ষত গোপন করে দৃঢ় দেহ মুহ্যমান
মন-মস্তিষ্ক স্তব্ধতা চায়, চায় চন্দ্রহীন রাত্রির শুদ্ধ স্নান
বিনিদ্র রজনীর ক্রন্দনে সিক্ত দুই চোখে আসে সুপ্তি,
একটি কঠোর সিদ্ধান্ত আনে সব দুঃখের অবলুপ্তি।।


© নীল