...

19 views

চিরকুট
অতীতের প্রতিপাতায়ে স্মৃতির আসা যাওয়া, অসম্পূর্ণ থেকে যাওয়া একটি দুটি চাওয়া পাওয়া।
জীবনের ডাইরিতে রয়ে যাবে না বলা কিছু কথা,
বাস্তবতার জমিতে দাঁড়িয়ে আকাশ ছুঁতে চাওয়া।
বন্ধুর পথ ধরে পার করে চলা অজ্ঞাত যাত্রাপথ
মাঝপথে ফেলে আসা সোনালি স্বপ্নের রথ।
শিতের দমকা হাওয়ায়ে পড়ে যাওয়া পিলসূজ
সুখ দুঃখের কলরবে নিয়তির চীরসুখ।
স্বচ্ছ আয়নায়ে ফূটে ওঠা সত‍্যের প্রতিচ্ছবি,
সময়ের কালস্রোতে অচেনা কিছু মুখছবি।
বুহুদিনের পড়ে ফেলা অধ‍্যায়ে জমে ওঠা ব‍্যর্থতার ধুলো,
জীবনের সাগরতটে না বোঝা কিছু মূল্য।
সময়ের আপডাল থেকে ঝড়ে যাওয়া অতীতের ফুল,
সুগন্ধি বাতাসের বয়ে আনা অগ্রগামি দূত।
প্রকৃতির বংশিধ্বনিতে বেজে ওঠা চীরবিদায়ের সুর,
হৃদয়ের সাগরতটে পরে থাকে ছোট্টো একটি চিরকুট।