...

0 views

#ব‍্যবসা
দীলিপ বোসের মস্ত বড় মাছের ব‍্যবসা
সারাদিন করে ঝুট - ঝামেলা
খাটিয়ে নিয়ে দিনের শেষে কর্মচারীদের
দেয় মাত্র সাড়ে বারো টাকা।।
কেউ যদি একটু কিছু বলেছে
ওমনি বাবু মুখ বাঁকিয়ে
তেড়ে আসে মারবে বলে।।
কি আর করে কর্মচারীর দল
আছে যে মাথার উপর সংসারের দায়িত্ব
এত খেটেও জোটে না খাবার
ঠিক মত দু - বেলা।।।
কারও ঘরে ছেলে পুলের পড়াশোনা
কারও ঘরে মায়ের চিকিৎসা ।।
ফন্দি আঁটে ভবতোষ,
করবে জব্দ দীলিপ বোসকে।।
একদিন এসে গেল সেই দিন
সবাই মিলে করল অস্বীকার
কাজ করবে নাকো তার কেউ আর
যাবে চলে নির্মল কান্তের কাছে এবার
চিন্তায় পড়ে যায়,কি এখন উপায়?
শোন হে তোমরা কেন যাবে চলে
কি আমার অপরাধ??
সবাই মিলে তারশ্বরে "করবো না কাজ তোমার কাছে"
কি হবে ব‍্যবসা আমার ভাবতে থাকে দীলিপ বোস এবার
বেগতিক অবস্থা "যাস্ না চলে, দেব না আর তোদের ফাঁকি,
প্রাপ্ত যা তাই দিয়ে দেব ষোল আনাই"।।।

স্বত্ব সংরক্ষিত :-- জয়শ্রী অধিকারী
১৫ বৈশাখ ১৪২৮