...

3 views

ক্লিওপেট্রা
---ক্লিওপেট্রা---
কলমে-রশ্মিতা দাস

আকাশচুম্বী চূড়ায় আঁকা
কোন সে অতল আঁখি,
মণির কোঠায় লুকোনো আগুন
জ্বলেছে ধিকিধিকি।

পিরামিডের দেওয়াল জুড়ে
খোদিত গহীন কথা,
ক্লিওপেট্রার কামুক নেশার
অরূপ কাব্যগাঁথা।

আভিজাত্যের শোণিতের ঢেউয়ে
দুর্বার ঝড় তুলে,
রচেন অতলস্পর্শী মায়া
ইতিহাস কথা বলে।

ফুলের পরাগ মেনেছে হার
শ্রান্ত স্বর্গ কানন,
যাদুর মন্ত্রে পরাগ রেণুতে
সুবাস হয়েছে হরণ।

পুষ্পে শোভিত সৌরভে হেনে
উন্মাদ...