...

2 views

সেই তুমি নেই তুমি
অনিরুদ্ধ সেদিন সন্ধ্যায় তোমার বলা কথা গুলো আমার মনে খুব বাজে ভাবে আঘাত করেছে।
আমি বুঝতে পারিনি এই পুরনো আমির মধ্যে তুমি নতুন কাউকে খুঁজে চলেছ এ কদিন ধরে। আমার মধ্যে পাগলামি, বাচ্চা ভাবটা একটু বেশিই আছে তা আমার অজানা নয়। তাই বলে আমার ভালোবাসায় এতটুকু কমতি তুমি দেখাতে পারবেনা।

প্রায় দিনের মতো সেদিন সন্ধ্যায় তোমার কাছে আবদার করেছিলাম আমাকে একটু জড়িয়ে ধরো। কিন্তু তুমি আমাকে এমন ভাবে দূরে সরিয়ে দিলে যেন আমি কোনও বড়ো ভুল করেছি।
আমি আজও ভাবতে পারিনা তুমি কি করে বললে আমার mature হওয়া দরকার, আমার মধ্যে স্ত্রী হওয়ার যোগ্যতা হারিয়ে যাচ্ছে, আরও অনেক কথা বলেছ তা আর নাই বা মনে...