আত্মসমর্পণ,,,
হৃদয়ের কোণায় কোণায় যে,
দীর্ঘশ্বাস হয়ে আছে,
অ্যালবামের পাতায় পাতায় যার
আনন্দময় স্মৃতিচারন,
সে তোমার অ্যালবাম ছেড়ে যায়নি
ছেড়ে গিয়েছে তোমার হৃদয়কে।
দক্ষিণা বারান্দায় দাড়িয়ে
তার সাথে কতদিন বৃষ্টিকে ছুঁয়েছো,
ঝিরিঝিরি বাতাসের স্পর্শ নিয়েছো
তার হাসির ছন্দে, হাসির ঝলক তোমার মুখে
সে দক্ষিণা বারান্দা ছেড়ে যায়নি,
ছেড়ে গিয়েছে তোমার হাসিকে।
যার হাতে...
দীর্ঘশ্বাস হয়ে আছে,
অ্যালবামের পাতায় পাতায় যার
আনন্দময় স্মৃতিচারন,
সে তোমার অ্যালবাম ছেড়ে যায়নি
ছেড়ে গিয়েছে তোমার হৃদয়কে।
দক্ষিণা বারান্দায় দাড়িয়ে
তার সাথে কতদিন বৃষ্টিকে ছুঁয়েছো,
ঝিরিঝিরি বাতাসের স্পর্শ নিয়েছো
তার হাসির ছন্দে, হাসির ঝলক তোমার মুখে
সে দক্ষিণা বারান্দা ছেড়ে যায়নি,
ছেড়ে গিয়েছে তোমার হাসিকে।
যার হাতে...