কলেজ জীবন লেখায়:- উল্লাস পাল
স্কুলে কথোপকথন
কলেজে হয় কত মজা,
বর্তমানে কলেজ লাইফে
এলো এক বাধা!
উচ্চমাধ্যমিক পেরিয়ে
কলেজ জীবনে পা,
করোনার জেরে হলো বন্ধ
পাঠশালার দরজা।
মহামারী করলো গ্রাস,
শুরু হলো অনলাইন ক্লাস;
গুগল মিটে নাম দেখেই হলো বন্ধুত্ব,
মুখোমুখি একে অপরকে ক'জনই বা চিনতো!
অচেনা বন্ধুদের সাথে একসাথে ক্লাস,
চেনা বন্ধুর সংখ্যা সীমিত
তাই মন উদাস।
অচেনা বন্ধু হলো চেনা,
স্বাভাবিক ছন্দে ফিরে;
কলেজ জীবনের আর কয়েকটি মাস,
কাটাচ্ছে আনন্দে।
পরীক্ষাও হয় অনলাইনে,
আগে...
কলেজে হয় কত মজা,
বর্তমানে কলেজ লাইফে
এলো এক বাধা!
উচ্চমাধ্যমিক পেরিয়ে
কলেজ জীবনে পা,
করোনার জেরে হলো বন্ধ
পাঠশালার দরজা।
মহামারী করলো গ্রাস,
শুরু হলো অনলাইন ক্লাস;
গুগল মিটে নাম দেখেই হলো বন্ধুত্ব,
মুখোমুখি একে অপরকে ক'জনই বা চিনতো!
অচেনা বন্ধুদের সাথে একসাথে ক্লাস,
চেনা বন্ধুর সংখ্যা সীমিত
তাই মন উদাস।
অচেনা বন্ধু হলো চেনা,
স্বাভাবিক ছন্দে ফিরে;
কলেজ জীবনের আর কয়েকটি মাস,
কাটাচ্ছে আনন্দে।
পরীক্ষাও হয় অনলাইনে,
আগে...