...

3 views

কলেজ জীবন লেখায়:- উল্লাস পাল
স্কুলে কথোপকথন
কলেজে হয় কত মজা,
বর্তমানে কলেজ লাইফে
এলো এক বাধা!
উচ্চমাধ্যমিক পেরিয়ে
কলেজ জীবনে পা,
করোনার জেরে হলো বন্ধ
পাঠশালার দরজা।
মহামারী করলো গ্রাস,
শুরু হলো অনলাইন ক্লাস;
গুগল মিটে নাম দেখেই হলো বন্ধুত্ব,
মুখোমুখি একে অপরকে ক'জনই বা চিনতো!
অচেনা বন্ধুদের সাথে একসাথে ক্লাস,
চেনা বন্ধুর সংখ্যা সীমিত
তাই মন উদাস।
অচেনা বন্ধু হলো চেনা,
স্বাভাবিক ছন্দে ফিরে;
কলেজ জীবনের আর কয়েকটি মাস,
কাটাচ্ছে আনন্দে।
পরীক্ষাও হয় অনলাইনে,
আগে ভাবতাম এসব কল্পনা;
করোনাই করলো সম্ভব,
আর রাত জেগে অ্যাসাইনমেন্ট লেখা।
অবশেষে খুললো পাঠশালার দরজা,
প্রাণহীন কলেজ চত্বর
পেল ফিরে পড়ুয়াদের ভালোবাসা।
ক্যান্টিন থেকে ক্লাস,
মাঠ থেকে হস্টেল;
উঠলো ভরে
বহুদিন পর পড়ুয়াদের কলতানে।
হাসি মজা, খুনসুটিতে
ভালো কাটুক আগামী কলেজ জীবন;
নবীনদের জন্য রইল শুভেচ্ছা,
আর হোক জ্ঞানের সম্প্রসারণ।
শুরুতে লাগতো ভয়
কেমন হবে শিক্ষক শিক্ষিকারা,
কিছুদিন পর কাটলো সংশয়:
আসলে তাদের মধ্যেও রয়েছে পড়ুয়াদের প্রতি ভালোবাসা।
শিক্ষক শিক্ষিকারাও হলেন আপন,
বকুনির মাঝেও রয়েছে
তাদের অগাধ স্নেহ।
জ্ঞানের দীপ্ত আলোয়
আমাদের ভবিষ্যতের রাস্তা
দেখিয়েছেন যারা,
সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য রইলো প্রণাম ও শ্রদ্ধা।


-লেখায়ঃ- উল্লাস পাল