...

0 views

ঘুড়ি
ঘুড়ি

আকাশে উদার নীলিমার তলে,
তুমি উড়ে চলেছ, ঘুড়ি, মনের তালে।
সুতোর বাঁধনে যে স্বাধীনতার রূপ,
সেই তো তুমি, প্রতিটি ডানার ছন্দে সুখের পাথার।

মাটির বুকের টান তোমারও আছে,
তবু আকাশের ডাক যে কতটা প্রাচীন,
তুমি তা অনুভব করো প্রতিটি হাওয়ায়।
তুমি উড়ছো, কিন্তু বাঁধা আছো মাটির সাথে,
সেই সুতোর টানে, যা তোমায় দেয় এক অপার শক্তি।

শিশুদের হাতে, কিশোরের মনের ফাঁকে,
তুমি আশার প্রতীক, এক স্বপ্নের ফোয়ারা।
তোমার প্রতিটি উড়ানের সঙ্গে উড়ে যায়
অসংখ্য স্বপ্ন, যতই হোক আকাশের কালো।
তোমার ডানা ছুঁয়ে ফেলে সব সংশয়,
জীবনের কঠিনতম বাঁধাও যেন তখন তুচ্ছ মনে হয়।

কেউ যেন টেনে ধরে সুতোর এক প্রান্তে,
তোমার উড়ানকে চালনা করে নিজের মত,
তবু তুমি ওড়ো, কেবল আকাশের মুক্তি চাইতে,
মাটির বুকে বেঁধে থেকেও আকাশে শ্বাস নিতে।

তুমি জানো না কিসের আশায় উড়ছো,
তোমার দিক ঠিক হয়, কেউ যেদিকে টানে।
তবুও তো আকাশে ছাপিয়ে পড়া,
বিরহের গানে মিশে যাওয়া।
তুমি আশায় বেঁধে থাকো,
তুমি ভাঙ্গার আগে অবধি।

তোমার উড়ানের মাঝে, কতো গল্পের মিল,
কোনো ঘুড়ি হেরে যায়, সুতোর বাঁধনে খিল।
আবার কেউ কেউ উড়ে চলে আকাশের পার,
দূরের নীলিমায় সে হারিয়ে যায় আবার।
তোমার প্রতিটি ছোঁয়ায় আকাশের নীল
মিশে যায় মনের কোলাজে, প্রতিটি মলিন রঙও ঝিল।

যখন ঘুড়ি কাঁপে বাতাসে,
মনে হয়, স্বপ্নের ডানা লেগেছে আকাশে।
তোমার বাঁধন আর...