...

11 views

উপহার
আজ নীলমেঘে ঢেকে গেছে    ঘরখানি-
কল কল করে বইছে মযূরাক্ষী-
ঐ দেখো চাঁদটা এসে গেছে জানালায়..
বিশ্ব চরাচর ভেসে গেছে সুরের আলোয়,
অভিমান ভুলে এসো -আমরাও সুরের আলোয় অবগাহন করি- -
তুমি এখনো এতো অভিমানী?
এখনো রইলে মুখ ফিরিয়ে?
তুমি কি অহল্যা হলে?
তোমায় আজ উপহার দিলাম আমার চোখ দুটি
আবহমান কাল ধরে ফোঁটা ফোঁটা উষ্ণ জল
পড়বে তোমার  উপর
দেখি কতোকাল পরে তুমি নদী হ ও?

 
         -   niva-