...

18 views

স্বপ্নভঙ্গ
ঘুমিয়েছিলাম মিশরের কোনো প্রাচীন পিরামিডের মধ্যে.....,
ইতিহাসের পাতা থেকে খুঁড়ে তোলা এক মমি..,
যখন আমার শরীরে ওষুধ-ডোবানো ছেড়া কাপড় জড়ায়,
আমি জেগে উঠেছিলাম,সুমেরীয় সভ্যতার আদলে,
শুষ্ক মরু শুষে নিয়েছিল জীবন রস, ভালোবাসা.....!
এখন শুধু দূর দূরান্তে বালি আর স্মৃতি জড়ানো মরীচিকা।
সব হাতছানি দিয়ে কাছে ডাকে,হাঁ তুমিও ডাকো...,
দৌড়ে যায় কিছুদূর,তারাও পিছোয়,এভাবেই চলে সময়,
এখনও বালির টিলার ওপার হতে,তুমি ডাকো নিত্যনতুন রূপে,
আমি যেতে পারিনা আর,ধসে যায় একাকীত্বের দলদলে,
বালির নিচে নৈরাশ্যের বিশাল আয়োজন,সোনা রূপোয় যকের ধন,
তুমিহীনে যত ভরেছি ঝুলি,কমছে তত,পায়নি কিছুরই আস্বাদন।।

#midnightbengaliquote
#bengali #BengaliQuotes
#bengalipoem

© ®রূপক🛡️