...

7 views

অভিমানের শেষে


মন খারাপের খবরে ওরা বিচ্ছেদ চেয়েছিল ,
অভিনয়ের আড়ালে বিশ্বাসের হাতে হাত টুকু থাকুক।
পাশাপাশি বসে থাকা কিছুটা সময়,
ছাপ রেখে যায় অনুভূতির আশকারাগুলোতে।
কুয়াশায় মিশে থাকা ছায়াদের খেলাঘর টা শুধু আমাদের হয়ে রয়ে থাক।
ভরসার কাঁধ তোমার থাকুক,
অবলম্বনের শক্ত প্রাচীর সময়ের সাথেই নীরবতা পালন করুক ;
চুপকথা হয়ে গেথে তোমার মুখের চওড়া হাসিটার মাঝে মিশে যাক।
আমরা সাজিয়েছিলাম ভালোবাসার ঘর।
যার প্রতিটি মুহূর্ত হবে অনুভূতির দাবাঘর।
যে সময়টুকু জুড়ে তুমি নামক মানুষটা থাকবে।
কপালে থাকবে একটা ভালোবাসার আলতো স্পর্শ।
চারটে হাত সাক্ষী থাকবে মুহূর্তগুলোর মেলবন্ধনের।

অভিমানটুকু আবদারের তীব্রতায় ;
বিলীন হয়ে নেমে আসুক আদুরে আলাপনের একচিলতের রূপকথার গল্পে।
সাগরের বুকে ঝিনুক লুকায়।
দিনশেষে তুমিও নিজের শীতল আঁচল টুকু রেখো মায়ের মতো ।
আগলে রেখো মুহুর্ত গুলো কে মনকাড়া আবছায়া সুবাসের ছায়াতে।
সময়মতো গুছিয়ে রেখো মনের কুড়েঘর।
সেই সময়গুলো ক্রমশ প্রমাণ করে দেবে ,
আমরা ভালোবেসেছি তাতে কোনো খাদ নেই।
© rai