...

5 views

নৌকাডুবি
বুড়ো হাঁস, বুনো চালতার মতো উদাস কিশোর–
দাঁড়ে নৌকাবাঁধা হ্রদে চুপিসারে আছে বসে–
অনন্ত সরিষার ক্ষেত বাদামী ভূধরে যেথা সারি সারি আছে মিশে –
মোলায়েম মেঘ-মসলিন লহরীর মতো বেশে।

কী যেন ভাবিছে আহা, মুখ তুলে ঈশান পানে চেয়ে,
খাঁচার টিয়ার ন্যায় নিরুপায় হয়ে ভ্রূকুটিতে
দ্বিধার ধূসর ধোঁয়ায় অবলা...