...

4 views

・নিকেল সন্ধ্যের মতো মৃত্যুর অপ্সরা ডাকছে আমায়・
কোনো এক কার্তিক মাসে-
ধানের খোসায় গাঁয়ের বধূর কোমল চুল-
নাড়ি নক্ষত্রের মতো চিতিয়ে পড়েছিল।
ভেজা সাবানের ফেনায় আসক্ত ওই চুলের গন্ধ-
সজনে পাতায় আঁকা;
বকফুলের মতো তার সৌজন্য।
অন্যদিকে ইঞ্জিনের গতিতে ছুটছিল গ্রহের ফের।
মেঘের মতো সাদা এক মন-
সিঁড়ি ভাঙছিল নিতান্ত অবহেলায়।
হঠাৎ,
বুনো হাঁসের ডানায় জীবনের বিপরীত শব্দ উড়ে এসে জুড়ে বসল-
রোগগ্রস্ত মাছির মতো।
কাঁকড়ার কর্ষণে ক্ষয়াটে জমি উর্বর হয়নি সেদিন।
গ্যাসবেলুন উড়ছিল মরা খুলির মতো নিস্তেজ হয়ে;
কোনো এক শব্দহীন পুকুরের কুঁজে।
এ পৃথিবীর নীল-সবুজ ফুটফুটে দেহের ওপর অজস্র তিল জন্মেছে;
স্বাদটুকু ভীষণ অসুস্থ।
তবুও মোচাফুলের ভিতর জীবনের চোখ ফুটছে।
মুরগীর ডিম থেকে জন্ম নিচ্ছে আমাদের ডানা ঝাড়ার শব্দ।



© সাহিত্যের নায়াগ্রা❤️