...

1 views

প্রভুপাদ
প্রভুপাদ কৃপা কর মোরে আমি যেন ঠাঁই পাই,
তোমার চরণে চিরকালের তরে।
তুমিতো করুণার সিন্ধু সকল জগতের গুরু,
তুমিই কেবল পারো করিতে উদ্ধার মোরে।।
আমিতো পাপী তাপী না জানি সেবা ভক্তি,
তুমি ভক্তি সঞ্চার করো মোর মনে।
সদা যেন মত্ত থাকি কৃষ্ণ প্রেমের তরে
কৃষ্ণের জ্ঞানে, কৃষ্ণ গুনোগান।।
মো সম জীবেরো উদ্ধার করিবারে লাগি
অরুণ সম হলে তুমি।
যদি তুমি না হইতে মায়ারূপী এ ভবসাগরে
অতলে তলিয়ে যেতাম আমি।।
ইন্দ্রিয় তর্পণ লাগি ভুলিনি নিজ সত্তারে
তুমি দেখালে মরে মার্গ দর্ষণ
এখন আমি উঠিনু তোমার সাজানো তরীতে
তুমি করো মোরে কৃপা বর্ষণ।।
কেমনে শোধিত হবে মোর এই কামরত জীবন,
তুমি দয়া করে মোর শুদ্ধ করো চিত্ত।
হে জীবের পরিত্রান কর্তা আজীবন কাল যেন
রহি তোমার উপদেশ পালনে নিত্য
© we are krishna's