...

1 views

প্রভুপাদ
প্রভুপাদ কৃপা কর মোরে আমি যেন ঠাঁই পাই,
তোমার চরণে চিরকালের তরে।
তুমিতো করুণার সিন্ধু সকল জগতের গুরু,
তুমিই কেবল পারো করিতে উদ্ধার মোরে।।
আমিতো পাপী তাপী না জানি সেবা ভক্তি,
তুমি ভক্তি সঞ্চার করো মোর মনে।
সদা যেন মত্ত থাকি কৃষ্ণ প্রেমের তরে
কৃষ্ণের জ্ঞানে, কৃষ্ণ...