নারী
নারী তুমি,
তাইতো এসমাজে তুমি কলঙ্কিত।
নারী তুমি,
তাই অন্যায়,অত্যাচার
সব তোমায় মুখ বুজে
সহ্য করতে হবে।
নারী তুমি,
তাই লজ্জা তোমার ভূষণ।
নারী তুমি,
বাড়ির গিন্নি হয়ে সংসার...
তাইতো এসমাজে তুমি কলঙ্কিত।
নারী তুমি,
তাই অন্যায়,অত্যাচার
সব তোমায় মুখ বুজে
সহ্য করতে হবে।
নারী তুমি,
তাই লজ্জা তোমার ভূষণ।
নারী তুমি,
বাড়ির গিন্নি হয়ে সংসার...