...

9 views

আজকে আবার বৃষ্টিতে ভিজলাম
ঠোঁটে নিকোটিন -
ফুসফুসে ধোঁয়া ভরে,
কংক্রিট-এ মাখা
নিলয়ের চারপাশ;
পাকস্থলী
আলকোহল-এ ডোবে,
মগজ ভরছে
এঁটোকাটা ছাইপাঁশ।
আজকে হঠাৎ
মেঘলা করে এল -
ছেলেবেলা
আবার দিলে ডাক;
সেই ডাকে
হাত বাড়িয়ে দিলাম,
আজকে আমি
বৃষ্টিতে ভিজলাম।

কবিতা সে তো
কবেই গেছে ছেড়ে,
আনকোরা পাতা
আঁকিবুকি কালি টানে;
এখন কঠিন
গদ্য ভরা জীবন,
ঘামে ভেজা
আটটা সাতটা ট্রেনে।
আজকে আবার
আকাশ ছেয়ে এলো,
ডাক দিল
বচপান কি ইয়াদ;
সেই ডাকে
হাত বাড়িয়ে দিলাম -
আজকে হঠাৎ
বৃষ্টিতে ভিজলাম।

ঢাকছে মাটি
ফ্লাই অ্যাশ-এ মোড়া পর্বত;
সবুজ দূর্বা
চুপি চুপি চাপা পড়ে;
গাছটার বুকে
রাসায়নিক এর ছুরি,
সভ্যতা হাঁটে
উল্লাস ধ্বজা তুলে।
এসবের থেকে
অনেক অনেক দূরে -
আকাশ ভাঙলো
উদ্যম বার্সাত:
সেই ডাকে
হাত বাড়িয়ে দিলাম -
আজকে আবার
বৃষ্টিতে ভিজলাম।

© জিপ্`সি
১৬ ই আগস্ট ২০১৯