...

3 views

বেদনার বালুচরে
“বেদনার বালুচরে”


(A collaborative Bengali poem by Shrutira and Nemo)

নিমো

আঁধার থেকে আরও আঁধার এই রাতের মন দুয়ারে রেখেছি খুলে তোমার আত্মা-উপকূলে
যেখানে নদী স্রোত নাব্যতা হারিয়ে আটকেছে বালুচরে

শ্রুতিরা

এই কি তার পরিণতি?
বুঝি নি আমি।
তুমি বুঝিয়ে দিলে,
অনেকটা রাস্তা বুঝি
পেয়ে যেতাম আমি!

নিমো

শীত ঘুমের বালিয়াড়ি রোদ মেখে আসে প্রতিটা সকাল,
একটু একটু চেনা অভ্যেসে আমি নতুনত্বের ছোঁয়াচ খুঁজি।

শ্রুতিরা

খুঁজি মিলনের গান,
খুঁজি আনন্দ,
খুঁজি একচিলতে হাসি আর
তোমার কিছু টুকরো কথা,
যা আমার চিত্তকে
করে মত্ত।

নিমো

আলগা স্বেদ চুঁইয়ে পড়ে কপোলে
তোমার হরিণী-দৃষ্টি এড়াই কেমন করে?
পাতা...