...

5 views

হারিয়ে যাওয়া দিনগুলো
আজ শৈশব পেরিয়ে কিশোরের পা
ঠিক তখনি মনে পড়ে আমার,
হারিয়ে যাওয়া দিনগুলোর কথা,
মনে পড়ে আমার আমার শৈশব আর
স্মৃতি বিজড়িত খেলার মাটের কথা।
আজ কিশোর পেরিয়ে যৌবনে পা,
ঠিক তখনি মনে পড়ে আমার,
কিশোর জীবনে দূরন্ত পথ চলা।
মনে পড়ে আমার শেষ বিকেলের কথা
ঠিক যখন পশ্চিমা দিগন্তে সূর্য্যহস্তে,
ঠিক তখনি ঘরে ফিরা।
কিন্তুু আজ যৌবনে পা
সময় থাকিতে যেন নাহি করি হেলা,
শৈশব কিশোর আর যৌবনে পা,
সব মিলে যেন এক অদৃশ্য খেলা।
© Pk
@The writer