বন্ধু
মনের কোনে মেঘ জমেছে
শুকিয়ে গেছে মুখের হাসি,
কত শতাব্দী যায় তলিয়ে
অনুভূতির বাতি জ্বালিয়ে
ভোরের অপেক্ষায় আছি।
শেষ প্রহরে মলিন মুখে
ফোটেনি আলোর জ্যোতি
কোথায় আছে এমন মানুষ
হাত বাড়াবে তার...
শুকিয়ে গেছে মুখের হাসি,
কত শতাব্দী যায় তলিয়ে
অনুভূতির বাতি জ্বালিয়ে
ভোরের অপেক্ষায় আছি।
শেষ প্রহরে মলিন মুখে
ফোটেনি আলোর জ্যোতি
কোথায় আছে এমন মানুষ
হাত বাড়াবে তার...