...

4 views

মেঘ বৃষ্টি
হঠাৎ যদি বৃষ্টি নামে আকাশ পাড়ায়..
অসময়ে বিকেল ঘনায় মেঘের তাড়ায়..
বুনে রাখা পালক বুকের ভারি মেঘে..
আলতো ফুঁ'য়ে উড়িয়ে দিও বাদলা হাওয়ায়। 

দেখবে শালিক ভিজে ডানায় সোহাগ যাচে,
বেগুনি ফুলের আদর মাখা জারুল গাছে।
ঠোঁটের নরম হলুদ রোদের উষ্ণতায়,
আগলে রাখা সঙ্গীনি তার ডাকছে কাছে।

ধুসর ধুসর মনখারাপি গয়না গুলো,
ইচ্ছে হলে একে একে তখন খুলো।
মায়া আঁচলে জড়িয়ে কোমর ভিজে রাস্তায়,
দাঁড়িয়ে দেখো ধুয়ে গেছে বিষাদ ধুলো।

দিনের আলো মুছে নেওয়া খোলা চুলে
বাঁধলে খোঁপা সাজিয়ে নিও মালতী ফুলে,
সন্ধ্যার গুঁড়ো মিহি বাতাসে মিশবে যখন,
মেঘবালক দেখো ফিরবে ঠিকই মনের ভুলে!



© PAM