সমাপ্তি লগ্নে
তোমাকে ভুলে যেতে হবে,
ভুলে যেতে হবে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলা পথ,
ভুলে যেতে হবে তোমার রাঙা পায়ের ধুলি মাখা দীর্ঘজটের পথ।
তুমি কি এই বিকেল পর্যন্ত আমাকে ধার দিবে? শুধুই বিকাল টা!
এই শেষ বিকেল! তারপর তোমার আমার পথ-টা আলাদা ।
ভীষণ আলাদা।
যদিও, আমি তোমাকে সময় নিয়ে কথা বলতাম।
ভয় পেওনা, এখন খুব সংক্ষেপে কথা বলবো,
আচ্ছা.. মনে কি পরে তোমার?
প্রথম দিনের কথা!
তুমি এসেছিলে আমার জীবনে,
কোনো এক ঝুম আষাঢ়ের দিনে।
হবে হঠাৎ বৃষ্টি অহেতুক কারণে।
অকারণে....
আচ্ছা থাক এসব কথা।
তোমাকে ভুলে যেতে হবে।
এখন পুরনো স্মৃতি গুলো শুধুই সুতা হীন মালায় গাঁথা।
চল, বসে গোধূলি দেখি।
একে অপরের দিকে তাকিয়ো না,
চোখে চোখ রেখো না।
তোমাকে ভুলে যেতে হবে।
ভুলে যেতে হবে সব যাবতীয় কথা।
তোমাকে ভুলে যেতে হবে আমার ডাকা সকল ডাকনাম
...
ভুলে যেতে হবে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলা পথ,
ভুলে যেতে হবে তোমার রাঙা পায়ের ধুলি মাখা দীর্ঘজটের পথ।
তুমি কি এই বিকেল পর্যন্ত আমাকে ধার দিবে? শুধুই বিকাল টা!
এই শেষ বিকেল! তারপর তোমার আমার পথ-টা আলাদা ।
ভীষণ আলাদা।
যদিও, আমি তোমাকে সময় নিয়ে কথা বলতাম।
ভয় পেওনা, এখন খুব সংক্ষেপে কথা বলবো,
আচ্ছা.. মনে কি পরে তোমার?
প্রথম দিনের কথা!
তুমি এসেছিলে আমার জীবনে,
কোনো এক ঝুম আষাঢ়ের দিনে।
হবে হঠাৎ বৃষ্টি অহেতুক কারণে।
অকারণে....
আচ্ছা থাক এসব কথা।
তোমাকে ভুলে যেতে হবে।
এখন পুরনো স্মৃতি গুলো শুধুই সুতা হীন মালায় গাঁথা।
চল, বসে গোধূলি দেখি।
একে অপরের দিকে তাকিয়ো না,
চোখে চোখ রেখো না।
তোমাকে ভুলে যেতে হবে।
ভুলে যেতে হবে সব যাবতীয় কথা।
তোমাকে ভুলে যেতে হবে আমার ডাকা সকল ডাকনাম
...