...

0 views

বাগানর কর্ম 🙏🙏🙏
গধুলি ছয়টা বজাত চকীদারে ডাকে। সুপ্রভাত সাতটা বাজাত শ্রম করিবলৈ যায়। ভাত খোয়া নোখোয়াকে দৌর মারে। বাগানত শিরীষর তলে তলে চাহ গছর এটা এটা গলিয়ে। এটি কলি দুটি পাত ভরাই টুকুরিয়ে। গোটেই দিন শ্রম করি তেহে কামত কি যে শান্তি কি যে ফূর্তি আনন্দ বরখুঁনত জুঁকে খায় আরু সরু সরু রঙা পরুয়াই করে আমনি লগতে পাতবিসির অত্যাচার রদ'ত মানুহর ভিরত পানীর বাবে লুঠ পাট পানী নাপালে পানীর বাবে এই মস্ত গরমত। মরনর দোহায়ি। তথাপি বাগানর শ্রমক জীবন দাতা মানে চাউল মজা রঙা পানীর নিমখ চাহ খাই কটালে দিনবোর এই কথা জগ জানে আরু কত যুগ লিখিত হৈছে কেতিয়াবা পাহির বাবে তর্কা -তর্কী তো। কেতিয়াবা ১২ বজাত খানা খোয়ার ওচরত মিলন। এনে করি পাই বার দিনত দরমাহ রঙা আটা আরু চাউলর সৈতে রেচন এই করিয়ে জীবন - যাপন করোতে আসি পাই মাঁ দূর্গেশ্বরীর পূজা পুজা চাপি অহার লগে লগে লাগি যায় বোনাচর বতাহ চাহ জনজাতি শ্রমিকে করে জীবনর। সুখ- দূঃখ , অন্যায় - অত্যাচার,হিংসা করে চাহ বাগানর নামত ত্যাগ আরু গোটেই জীবনর নাম করে। চাহ বাগানর নাম। তেনে জীবনর কি যে শান্তি? কি যে আনন্দ ফূর্তি? কি যে মজা? চাহ বাগানর নামত আমি হলো একতা। কল্পনা করিয়া.শিবসাগর অসম।
© Mur anubavbur aru bavonabur
© মোর অনুভব আরু ভাবনাবোর।।🙏🙏🙏❤️❤️