মা আসছে
ঐ দেখো সবুজ মাঠে মাঠে
সাদা কাশ ফুল দুলছে;
হাওয়ার তালে তালে।
ঐ দেখো নীল আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা;
চলেছে ভেসে আপন মনে।
শিউলি ফুলের মিষ্টি সুবাস
আসছে হাওয়ায় ভেসে।
শিশির কণা হাসছে দেখো...
সাদা কাশ ফুল দুলছে;
হাওয়ার তালে তালে।
ঐ দেখো নীল আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা;
চলেছে ভেসে আপন মনে।
শিউলি ফুলের মিষ্টি সুবাস
আসছে হাওয়ায় ভেসে।
শিশির কণা হাসছে দেখো...