অভিমান
সবার খবর রাখো তুমি
আমার কুশল জানছ কই?
বোঝ না কি তোমার জন্য
পথের দিকে চেয়ে রই?
সবার দ্বারেই যাচ্ছ শুধু
আমার ঘরেই আসছ না
কানাঘুষা শুনছি সব
হচ্ছে ভীষণ যন্ত্রনা।
ইচ্ছে করেই কি করছ এমন
শাস্তি দেবে আমায় তাই...
আমার কুশল জানছ কই?
বোঝ না কি তোমার জন্য
পথের দিকে চেয়ে রই?
সবার দ্বারেই যাচ্ছ শুধু
আমার ঘরেই আসছ না
কানাঘুষা শুনছি সব
হচ্ছে ভীষণ যন্ত্রনা।
ইচ্ছে করেই কি করছ এমন
শাস্তি দেবে আমায় তাই...