...

11 views

অভিমান
সবার খবর রাখো তুমি
আমার কুশল জানছ কই?
বোঝ না কি তোমার জন্য
পথের দিকে চেয়ে রই?
সবার দ্বারেই যাচ্ছ শুধু
আমার ঘরেই আসছ না
কানাঘুষা শুনছি সব
হচ্ছে ভীষণ যন্ত্রনা।
ইচ্ছে করেই কি করছ এমন
শাস্তি দেবে আমায় তাই
পদধ্বনি শুনে আমি
বারেবারে ছুটে যাই।
কতবার তো করছ যাতায়াত
আমার দোরগোড়া দিয়ে
একটি বার কি নিয়েছে খোঁজ
কেমন আছি জানতে চেয়ে?
আমায় কি আর ধরছে না মনে?
মন মেতেছে অন্য কোথাও
দুঃখ আমি সয়ে নেবো তবে
যেখানে খুশি সেখানেই যাও।
অন্য কোথাও দাগা খেয়ে
এসোনা কিন্তু আমার কাছে
তখন আর পাবে না আমায়
অভিমান তো আমারও আছে।