...

8 views

ক্লান্ত বিকেলে
সারাদিন পাহাড়-কাটা পরিশ্রমের পর
নেমে আসে স্বস্তি ক্লান্ত বিকেলে
মনি বিরাজ করে আনন্দ
ঘরে ফেরার সময় হলো যে
আর কাজ নয়
অবসর নেবার সময় হল যে এখন মনে প্রফুল্ল থাকলেও
দেহেন থাকে না বল
মনে হয় সূর্যটা গ্রাস করে নিয়েছে দেহের সব বল
কিন্তু মনের শক্তিকে গ্রাস করতে পারেনি
সে শক্তিধর সূর্য
কেননা মন জানে
কষ্টের পরে স্বস্তি আসে
ঠিক যেমন দিনের পর রাত নামে
আজ আমাদের মনের কাছে শিক্ষা নেওয়া উচিত
মনোবল অটুট রাখার
আসুন সকলে সচেতন হই আতঙ্কিত না হয়ে
মনকে যেমন গ্রাস করতে পারেনি সূর্য
আমাদেরও তেমন গ্রাস করতে পারবে না তবে প্রাণঘাতক নোবেল করোনা
মনে রাখতে হবে যতই ক্লান্ত হই না কেন পরে অবশ্যই সস্তি অপেক্ষা করে আছে আমাদের জন্য

আসুন সকলে ঘরে থাকি সুস্থথাকি