...

7 views

সেদিনের গল্প (চাওয়া পাওয়া)

সেদিন সেই জামগাছের তলাতেও স্বর্গের ছোঁয়া ছিল,
যেদিন এক ময়ূরী সেখানে নৃত্য করেছিল।
ছিল এক হালকা হাওয়ার দাপট, আর ছিল সোনালী রৌদ্রের আভাস;
আকাশে ছিল দু-চারটে পাখি, আর নীল-সাদা রঙের খেলা।
চারিদিকে বন, কিছু মহুয়া গাছের সাদৃশ্য।
সবাই এক নিমেষে যেন শুধু তাকেই দেখছে:
তার সেই গানের মনোহর সুর আর তার ঐশ্বর্যিক নৃত্য।
যেন সে কোনো এক স্বর্গ রাজার কন্যা;
দেশজুড়ে যেন তারই অপেক্ষা, আর দৃষ্টি হাজার হাজার;
তবুও, যেন মনে হয়েছিল: "সেখানে ছিল এক গল্প চাওয়া পাওয়ার"।

© মিএময় মাহাত।