...

11 views

একত্রিশ বছর পর



কতজন ভুলে গেছে
শুধু তুমিই মনে রেখেছো আমায় ।
কুড়িরা সব ফুল হয়ে গেছে ঝরে,
শিশুরা বুড়ো হয়ে গেছে মরে।
আমি আছি এখনো আপন মহিমায়,
তোমার প্রশস্ত চেতনায়-
বেদনায়।

আমি তো দেখেছি
তোমার শৈশবের দিন,
হাফপ্যান্ট পড়ে ঘুরোঘুরি
লাগামহীন,
প্রথম আমছিপাড়ায় ছবক,
পড়ার ছলে লুকোচুরি খেলা।...