...

2 views

ছায়ার ভাষা
#ছায়ারভাষা

নির্জন দুপুরে অলস ঘরে,
জানালার ফাঁকে সূর্যের আলো,
একটি ছায়া কথা বলে ধীরে,
নির্বাক ভাষা, অদৃশ্য নীরে।

কখনো সে ভোরের শিশিরে মিশে,
কখনো সন্ধ্যার রঙিন আলোয় ভেসে,
মেঘেরা শরীরে আঁকে তার ছোঁয়া,
আলোর আঁচলে বাঁধে তার ধোঁয়া।

সে বলে, "আমি অতীতের স্মৃতি,
তোমার দৃষ্টির অপূর্ণ গতি।...