...

2 views

কাগজের নৌকা
শান্ত এই নদীর ধারে
বসে একা একা,
আপন মনে দিয়েছি ভাসিয়ে
কাগজের নৌকা।
দিয়েছি ভাসিয়ে কত সাজিয়ে
ওপারে যাবে বলে,
মাঝিহীন তবু যাচ্ছে ভেসে
শ্রোতের অনুকূলে।
ওপারে প্রিয় কত আশা নিয়ে
আছে অপেক্ষমান,
কত রাগ না জানি করেছে সে হায়! আরও কত অভিমান।
রঙ্গিন কাগজে বানিয়েছি নৌকা,
বানিয়েছি ভালোবেসে,
অভিমান ভুলে প্রিয় যেন আমার
একটু করে হাসে।
দুরত্ব কি শুধু অভিমান বাড়ায়?
বাড়ায় ভালোবাসা,
দিন শেষে তবুও সবকিছু ভুলে
একটু কাছে আসা।
ওপারে যদি না ভিড়ে নৌকা
আশা হবে তবে শেষ,
প্রার্থনা করি গল্পটা যেন
ভালোবাসা দিয়ে হয় শেষ।