...

2 views

ভদ্র খবর চর্চা
আমি খবর জানতে ভালোবাসতাম

এক কালে। এখন অনেকটাই কম।

যখনই টিভি চালাই পাই ধুন্ধমার,

বিতর্ক, উগ্র যোদ্ধাদের ক্রোধ,

যেন আমারই হয়ে তারা নেমেছে

রণক্ষেত্রে। কিন্তু আমি যে অকৃতজ্ঞ,

অপেক্ষায় কবে তারা ভাব করবে

প্রকাশ্যে। একসঙ্গে গড়বে দেশ

যেখানে কবিতার বিনয়তে লাঘব

হবে রাজনীতি। টিভির পর্দা কেবল

উড়বে না এলোপাতাড়ি ঘুর্ণিঝড়ে,

ফাটবে না অশোভন ধান্দাবাজিতে।

যতই বিভেদ হোক মতে, কথায় তো

বেঁচে থাক্ সভ্যতার শান্ত ব্যাকরণ।


© Sanjib Basu