উপায় নেই
#WritcoPoemPrompt25
সে দিনভর পরিশ্রম করে,
একটি শব্দ বা একটি না ছাড়া,
সে তার রোজ রোজগার করে,
সে এক অশ্রু ঝরে না...
কারণ সে জানে ,
এটাই তার জীবন ধরনের পথ,
সে জানে হাজার চেষ্টাকেও সে তার বর্তমান অবস্থার পরিবর্তন করতে পারবে না,
কিন্তু সে জানে;একদিন সে ঠিক তার অবস্থার পরিবর্তন করবেই,
তার কিছু না বলাটা কার আদম্য ইচ্ছার প্রকাশ,
চুপ করে থাকাটা তার...
সে দিনভর পরিশ্রম করে,
একটি শব্দ বা একটি না ছাড়া,
সে তার রোজ রোজগার করে,
সে এক অশ্রু ঝরে না...
কারণ সে জানে ,
এটাই তার জীবন ধরনের পথ,
সে জানে হাজার চেষ্টাকেও সে তার বর্তমান অবস্থার পরিবর্তন করতে পারবে না,
কিন্তু সে জানে;একদিন সে ঠিক তার অবস্থার পরিবর্তন করবেই,
তার কিছু না বলাটা কার আদম্য ইচ্ছার প্রকাশ,
চুপ করে থাকাটা তার...