...

2 views

আমার তুমি
এই যে আমার পাশাপাশি হেঁটে চলেছ প্রতিদিন।

আমিও তোমার হাত ধরে, সব ক্লন্তি ভুলে হেঁটে চলি তোমার নির্দেশিত পথে।

তোমার কাঁধে মাথা রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকি আমাদের চির প্রিয় জায়গায়।

কি অসম্ভব সুন্দর আমাদের দিন কেটে যায়।
মান অভিমান আছে তবে তা সীমিত.....

বৃষ্টিতে এক ছাতার নীচে দুজন আধভেজা হই, তবুও আমরা সাথে থাকি।

রাতের আকাশে তারাদের সুন্দর্য্য দেখি, আর...