...

3 views

একলা ঘরে
একলা ঘরে
শ্রী রাজু গরাই ২রা ডিসেম্বর ২০২৩

একলা ঘরে
উদাসী দুপুর নাক ডেকে ঘুমায়
হঠাৎই দমকা বাতাসে এলোমেলো ঘর
জংধরা একটা মন ভাঙার শব্দে
ঝিরি ঝিরি বৃষ্টির ন্যায় শুকনো পাতা ঝড়ে উঠোনে।

শ্রাবন সেই কবে ছুটি নিয়েছে
ভরা নদীকূলের সৌন্দর্য দেখতে দেখতে
শরৎ উঁকি দিয়েছিল
সেও তো এখন ফিরেছে প্রাসাদে
স্নিগ্ধ নীল মেঘের বুকে স্পষ্ট দুটি নয়নের হাতছানি
কে যেন জোয়ারে বেঁধেছে গগনকোণে
সে যে ভালোবেসেছে অজান্তেই, অকারণে।

একলা ঘরে
সন্ধ্যা হয় অলিখিত গল্পের উপসংহারে।
লক্ষ্মী পেঁচার ডাকে জেগে উঠে দেখি পল্লীপথে জোনাকির দরবার
ওধারে জানালায় চাঁদ মিটি মিটি হাসে...
পুকুরের জলে খেলে যায় ঢেউ
একলা রাত বাড়তে থাকে থমথমে বারান্দায়।

নেমে আসি --
একলা ঘরে চন্দনের সৌরভে
জানি আবার আমার দেখা হবে।

#WritcoQuote #writerRajuGarai #writecoapp #RajuGarai #akla_ghore

© কলমে...শ্রী রাজু গরাই