...

1 views

পাখিও পরিবেশের উপকরণ
*পাখিও পরিবেশের উপকরণ*

পাখিরা সব ঘর বেঁধেছে
গাছের ডালে ডালে,
ছোট্ট হলেও নিজেরই গড়া
হাওয়ায় সে ঘর দোলে ।

তোমরা তাদের সেসব ঘর
নিচ্ছো কেন কেড়ে ?
এবার না হয় ভাবতে শেখো
স্বার্থপরতা ছেড়ে।

না লাগিয়েই কাটছো গাছ
ভাঙছো ওদের সুখের নীড়,
তোমরা শুধুই স্বার্থ বোঝো
কমছে তাই পাখীর ভীড় ।

খাবার খুঁজতে যাচ্ছে যখন
সবুজ ক্ষেতের মাঠে,
বিষের জ্বালায় ছটফটিয়ে
বুক যে তাদের ফাটে।

কোনো একদিন বসছে হয়তো
তোমার বাড়ির প্রাচীরে ,
যাচ্ছো ভুলে ওদেরও প্রাণ আছে তো
মারছো তোমরা ঢিল ছুঁড়ে।

তাদের ডাকেই হয় যে সকাল
কিচিরমিচির সেই ডাক,
তোমার আগেই ঘুম ভেঙে রোজ
লাগায় তোমায় তাক।

গায়ক পাখি কোকিল বসন্তে
গায় কুহু সুরে গান,
বর্ষা কালে ময়ূর পেখম তুলে
নেচে জুড়ায় সবার প্রাণ।

কাক ঝাড়ুদার করছে সাফ
মরা জীবজন্তু খেয়ে,
বকের ঝাঁক শীতের মাঠে ওড়ে
যেন রূপোলি রঙে নেয়ে।

পায়রা, চড়ুই নিয়েছে ঠাঁই
তোমার বাড়ীর কুটুরিতে,
পানকৌড়ি, মাছরাঙার ওই
নজর গেল পুকুরটিতে।

কাঠঠোকরা ঠোকর মেরে
গাছের গুঁড়িতে করছে বাসা,
লম্বা ঠোঁট আর রঙিন পালকে
দেখতে তাকে লাগছে খাসা।

কোথা থেকে উড়ে এলো ওই
হলুদ রাঙা বেনে বউ,
এদিক সেদিক বেড়ায় উড়ে
বলে শুধু বউ কথা কও।

লংকা খেয়ে ঠোঁট লাল করেছে
সবুজ রঙের টিয়ে,
তোমার মতোই সে বলবে কথা
পুষলে আদর দিয়ে।

শালিকগুলো সভা ডেকেছে
তাদের দলে নাকি নেতা চাই,
সভার মাঝেই ঝগড়া বাধে
'আমি নেতা হবো' বলে সবাই।

তোমার আমার ভুলের জন্য
কত পাখিই আজ বিলুপ্তির পথে,
ওদের সাথেও নাহয় মানিয়ে নিলাম
মিলেমিশে থাকবো একসাথে।

__Mahenur Khatun